রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে আহত হযরত আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হযরত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকায় ভাড়া বাসায় থেকে উত্তরার আজমপুরে একটি স’মিলে কাজ করতেন।
হাসপাতালে মৃত হযরতের বড় ভাই মো. আসাদুল জানান, হযরত আজমপুর এলাকায় একটি স’মিলে কাজ করতো। সকাল ১০টার দিকে তিনি খবর পান গাওয়াইর বাজারের পেছনে তাকে সেলিম (৩৫) নামে এক মাদকবিক্রেতা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে আহত অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়।
হযরতের আরেক ভাই মো. মিন্টু বলেন, সেলিম এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। সকালে এ ঘটনার পর আমরা লোকমুখে শুনতে পেয়েছি রোববার (২৮ এপ্রিল) রাতে সেলিম ও হযরতের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তার জের ধরে সোমবার সকালে সেলিম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে পারে।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, সকালে গাওয়াইর এলাকার দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ছুরিকাঘাতে হযরত আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্ত সেলিম পলাতক।
এসআই জানান, কীসের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।