সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে আহত হযরত আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হযরত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকায় ভাড়া বাসায় থেকে উত্তরার আজমপুরে একটি স’মিলে কাজ করতেন।

হাসপাতালে মৃত হযরতের বড় ভাই মো. আসাদুল জানান, হযরত আজমপুর এলাকায় একটি স’মিলে কাজ করতো। সকাল ১০টার দিকে তিনি খবর পান গাওয়াইর বাজারের পেছনে তাকে সেলিম (৩৫) নামে এক মাদকবিক্রেতা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে আহত অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়।

হযরতের আরেক ভাই মো. মিন্টু বলেন, সেলিম এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। সকালে এ ঘটনার পর আমরা লোকমুখে শুনতে পেয়েছি রোববার (২৮ এপ্রিল) রাতে সেলিম ও হযরতের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তার জের ধরে সোমবার সকালে সেলিম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে পারে।  

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, সকালে গাওয়াইর এলাকার দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ছুরিকাঘাতে হযরত আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্ত সেলিম পলাতক।  

এসআই জানান, কীসের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।

এআর
রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
রাজধানীর গেন্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত রিকশাচালক খুন হয়েছেন।
মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে মাঝে পড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত