সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

সিসিটিভি দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে: নানক

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম

গেল ১৮ থেকে ২০ জুলাই ভয়াবহ সময় পার করেছে মোহাম্মদপুরের বাসিন্দারা। গাড়ি পোড়ানো, সরকারি স্থাপনা, বাড়িঘর থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী মানুষের উপরেও হামলা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে এসেছে। স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে এদের আইনের আওতায় আনা হবে।

কারো মুখে মাস্ক, আবার কারো মাথায় হেলমেট। যাদের অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। কেউ কেউ আবার মুখে ক্রিম ব্যবহার করেছে টিয়ারশেল থেকে রক্ষার জন্য। এরপরই ইট পাটকেল নিয়ে আর লাঠি নিয়ে হামলা করছে বাড়িঘরে। এ চিত্র রাজধানীর মোহাম্মদপুরের। 

১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে এ তাণ্ডব চলে মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড থেকে বসিলার তিন সড়ক পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মূল সড়ক থেকে প্রতিটি গলিতে ভাংচুরের পাশাপাশি গড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। 

শুক্রবার বিকেলের দিকে হামলা হয়, মোহাম্মদপুর সিটি কর্পোরেশনের অফিসে। গাড়ি, মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার পর, আগুন ধরিয়ে দেয়া হয় মশক নিধনযন্ত্রে। প্রত্যক্ষদর্শী সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর মোহাম্মাদ হারুন বলেন, কয়েকশ যুবক অতর্কিত হামলা করে, আগুন ধরিয়ে দেয়। যাদের কাউকেই এর আগে এই এলাকায় দেখা যায়নি।

স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংসদ ভবনের অভিমুখে যাওয়ার। কিন্তু মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে ফিরে যায় দুর্বৃত্তরা।

তবে তিনদিন ধরে থেমে চলা এমন সংঘর্ষের পর এখনো আতংকে মোহাম্মদপুরের বাসিন্দারা। 

 

একাত্তর/জো
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছেন। 
দীর্ঘ বিরতির পর আবারও খাল উদ্ধারে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে মোহাম্মদপুর বসিলার হাইক্কার খাল উদ্ধারে ভেঙে ফেলা হয়েছে একটি দোতলা ভবন।
পবিত্র রজমান মাসে মোহাম্মদপুরে গ্রাহক ঠকিয়ে মুরগি বিক্রি হচ্ছে। টাউনহল মার্কেটে অভিযানে দেখা গেছে, এখানে সোনালী মুরগিকে দেশি এবং ব্রয়লার মুরগির আরেক জাত কালার বার্ডকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে।...
রাজধানীর মোহাম্মদপুর থানার মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত