রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে ওই ভবনের তিন তলা থেকে আগুন ৪ ও ৫ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত দুইটার দিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। পরে, ফায়ার সার্ভিসকে ফোন দেন তারা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা কার্যকর ছিলো না। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির তথ্য তৎক্ষণাৎ জানা যায়নি।