বইমেলা শুরুর আগ মুহূর্তে ব্যস্ততম সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। দিনরাত ২৪ ঘণ্টা চলছে বই ছাপার কাজ। তবে, অন্যান্য বছরের তুলনায় এবার বই ছাপার অর্ডার কিছুটা কম হলেও ফেব্রুয়ারির শুরুতে সেটি বাড়তে পারে বলে আশা করছেন তারা।
এদিকে এবারের মেলায় আগের বছরের চেয়ে কিছু কম বই প্রকাশ হচ্ছে বলে জানিয়েছে প্রকাশকরা। মেলা শুরুর পর পাঠক বাড়লে প্রকাশ হবে নতুন বইও।
পুরান ঢাকার বাংলাবাজার এলাকার ঢাকা প্রিন্টিং প্রেস। সেখানে প্রিন্টারের একপাশে কাগজ রাখা হচ্ছে। আর অন্যপাশে বই আকারে বের হচ্ছে সেসব কাগজ।
এরপর প্রিন্ট করা কাগজ যথাযথভাবে কেটে আকার দেয়া হচ্ছে বইয়ের। এই পুরো কর্মযজ্ঞই চলছে বইমেলাকে ঘিরে।
প্রেসের কর্মীরা বলছেন, শিফট অনুযায়ী দিন-রাতেই তাদের এখন বই ছাপাতে হচ্ছে। মেলা উপলক্ষ্যে বেশ কিছু অর্ডার পেলেও অন্যান্য বছরের তুলনায় কম।
এটি বাংলাবাজার এলাকার আরেকটি প্রিন্টিং প্রেসের দোকান। সেখানেও চলছে বই ছাপানোর কর্মযজ্ঞ। এখনকার কর্মীরা অবশ্য বলছেন, এবারে অর্ডারের সংখ্যাটা বেশি। ফেব্রুয়ারি মাসের শুরুতে ছাপার কাজ আরও বাড়তে পারে।
আবার প্রকাশনী প্রতিষ্ঠানগুলো বলছে, অন্য বছরের তুলনায় বই প্রকাশ হচ্ছে কিছু কম। তবে এবারের বইমেলায় পাঠকের সংখ্যা বেশি থাকবে বলে আশা তাদের।
পাঠক বাড়লে বই প্রকাশও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রকাশকরা।