রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে সংবাদ পেয়ে হিয়ার স্ট্রিট জমজম টাওয়ারের বাসার পঞ্চম তলার ওই ভাড়া বাসার খাটের উপর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন -মো. মুহিদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩০)। আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে। তার স্বামী একই জেলার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি জানান, স্বামী মুহিদের মরদেহে পচন ধরেছিলো। ধারণা করা হচ্ছে তার মৃত্যু আগে হয়েছে। পরে তার স্ত্রী বিষণ্নতায় আত্মহত্যা করে থাকতে পারে। মুহিদ ক্যান্সারের রোগী ছিলো।
বাড়ির মালিক জানান, ওই দম্পতি গত পাঁচ বছর ধরে তার ফ্লাটে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে মুহিদ অসুস্থ। তাই তারা গত আগস্ট মাস থেকে ভাড়া দিতে পারছিলেন না। সবশেষ গত বৃহস্পতিবার ভাড়া দিবেন বলে জানালেও ফোনে তাদের পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়েও কাউকে না পাওয়া যাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়।