ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দাবি নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন।
তাদের তিনটি দাবিগুলো হলো- সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আটক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
সরেজমিন, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন রাজুতে। শিক্ষার্থীরা সবাই চলে এলে রাজু ভাস্কর্য থেকে তারা শাহবাগ থানার ঘেরাওয়ের আগে ঘোষিত কর্মসূচি পালনের জন্য রওনা হবেন।
শিক্ষার্থীরা জানান, সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। হত্যায় ১০ জন অংশ নিয়েছিল, সবাইকে গ্রেপ্তার করতে হবে।