ঢাকার মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রোববার (১৮ মে) রাত পৌনে আটটার দিকে মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক এলাকার এই বস্তিতে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাতটা ৫৫ মিনিটে আগুনের খবর আসে। রাত আটটা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টার দিকে) আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস।