ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতে ৯ দিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।
তারা বলছে, ৯ দিনেও পরিকল্পিত এ হত্যাকাণ্ডের মূল দোষীদের গ্রেপ্তার ও এ মামলার দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না।
এখানে প্রশাসনের গাফিলতি আছে বলে দাবি করে তারা বলছেন, প্রশাসন প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।
আজকের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নিয়েও সমালোচনা করেন তারা।
শাহবাগ অবরোধ করে কর্মসূচি চালানোও সাময়িক ভোগান্তি হলেও জনগণ তাদের পাশে আছে বলেও দাবি নেতাকর্মীদের।