সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

সাত ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ছাত্রদল, যান চলাচল শুরু

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা সাত ঘণ্টা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের পর ছাত্রদলের নেতা-কর্মীরা সড়ক ছেড়ে দিয়েছেন। অবরোধ তুলে নেয়ায় সেখানে আবারও যান চলাচল শুরু হয়েছে। 

সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ে ছাত্রদল। শুরু হয়েছে যানচলাচল। এর আগে বিচার নিশ্চিত করা না হলে, মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে উল্লেখ করে, ছাত্রদলের নেতারা দাবি করেন, জনভোগান্তি হলেও, এই আন্দোলনে জনগণ তাদের পাশে আছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের নেতা–কর্মীরা রাস্তা ছেড়ে দেয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়। এর আগে, সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। অংশ নেন সংগঠনটির বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সাম্য হত্যাকাণ্ডের ঘটনার নয় দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ কর্মসূচি করে ছাত্রদল। নেতাকর্মীরা বলছেন, সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে।

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। 

সকাল ১০ থেকে শুরু হওয়া অবরোধে অংশ নেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুল নেতা-কর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তাঁরা শাহবাগে অবস্থান করেন।

এআরএস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী মো. মোবারক হোসেনের খোঁজ খবর...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতে ৯ দিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত