ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা সাত ঘণ্টা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের পর ছাত্রদলের নেতা-কর্মীরা সড়ক ছেড়ে দিয়েছেন। অবরোধ তুলে নেয়ায় সেখানে আবারও যান চলাচল শুরু হয়েছে।
সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ে ছাত্রদল। শুরু হয়েছে যানচলাচল। এর আগে বিচার নিশ্চিত করা না হলে, মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে উল্লেখ করে, ছাত্রদলের নেতারা দাবি করেন, জনভোগান্তি হলেও, এই আন্দোলনে জনগণ তাদের পাশে আছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের নেতা–কর্মীরা রাস্তা ছেড়ে দেয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়। এর আগে, সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। অংশ নেন সংগঠনটির বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাম্য হত্যাকাণ্ডের ঘটনার নয় দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ কর্মসূচি করে ছাত্রদল। নেতাকর্মীরা বলছেন, সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে।
সকাল ১০ থেকে শুরু হওয়া অবরোধে অংশ নেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুল নেতা-কর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তাঁরা শাহবাগে অবস্থান করেন।