অপহরণ ও গুমের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর।
এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরেরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা এম এম মইনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় দেয়া হয়েছে। এই মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে ও যুবলীগের ক্যাডার সাদ্দাম হোসেন গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর।
এছাড়া জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের দমনের দায়ে গ্রেপ্তার এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধেও তদন্ত শেষ করতে তিন মাস সময় মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই মামলার পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (১৮ জুন) এই আদেশ দিয়েছেন।