নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত আটটা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ প্রশাসন জানায়, তারা বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। দালালের মাধ্যমে নৌকায় করে চট্টগ্রামের উদ্দেশ্যে পালাতে তারা জঙ্গলে অবস্থান নিয়েছিল।
আরও পড়ুন: প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা আজ
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসি