ভারতে দুই থেকে তিন বছরের কারাভোগের পর দেশে ফিরেছে ১৯ জন কিশোর-কিশোরী। মঙ্গলবার (৫ অক্টোবর) বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা প্রবেশ করে। পরে বিকেল সাড়ে চারটায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শারমীন সুলতানা স্মৃতি উপস্থিত ছিলেন।
শারমীন সুলতানা বলেন, দেশে ফেরাদের মধ্যে রয়েছে- ১১ জন কিশোরী, আটজন কিশোর রয়েছে। ফেরত আসাদের মধ্যে একটি শিশু রয়েছে। শিশুটি ফেরত আসা একজন কিশোরের ভাই বলে জানা গেছে। শিশুটির বাবা-মা এখনও ভারতের কারাগারে আটক আছেন। ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে তারা পাচার হয়েছিল। পরে সেই দেশের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
আরও পড়ুন: নিবন্ধনের অনুমতি পেলো ekattor.tv
একাত্তর/এসি