মোংলা ও চট্রগ্রাম সমুদ্র বন্দর এবং চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে আমদানি-রপ্তানি বৃদ্ধির জন্য খয়রাত নগর রেলস্টেশনে নির্মাণ করা হবে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি)। এসব কাজ শেষে উত্তরা ইপিজেডের আমদানি-রফতানি বৃদ্ধি পাবে এবং উন্নয়নে আরেকধাপ এগিয়ে যাবে উত্তরের জেলা নীলফামারী।
নীলফামারীর উত্তরা ইপিজেডে সভা শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাংবাদিকদের এসব জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫৮০ মিটার দূরে খয়রাত নগর রেলস্টেশন। সেখানে বড় পরিসরে কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বেপজা ও রেল মন্ত্রণালয় শিগগিরই একটি জরিপ কাজ পরিচালনা করবে।
তিনি আরও জানান, উত্তরা ইপিজেড ও খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেলের নিজস্ব ১৩ একর জমি রয়েছে। এখানে আরও কিছু জমির প্রয়োজন হবে যা জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী বছর এই নির্মাণকাজ শুরু করা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, কনের বাবার মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা ও পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম প্রমুখ।
একাত্তর/আরএ