সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

পাঁচ মাস পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট চালু

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫৫ এএম

চলতি বছরের মে মাসে বাংলাবাজার ঘাটে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে একটি স্পিডবোটের ২৬ যাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট চলাচল। দীর্ঘ ১৫৬ দিন পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল থেকে সীমিত আকারে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চালু হয় স্পিডবোট সেবা।

শুক্রবার (৮ আক্টোবর) থেকে এই রুটে পুরোপুরি স্পিডবোড চালু করে সংশ্লিষ্ট মালিক সমিতি। তবে চলাচলের ক্ষেত্রে এবার প্রশাসনের কঠোর নির্দেশনাসহ নিয়মকানুন মেনে বোট চালাতে হচ্ছে মালিক ও চালকদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইমাস ধরেই স্পিডবোট চালুর প্রক্রিয়া নিয়ে কাজ করেছে স্পিডবোট মালিক সমিতি। ইতিমধ্যেই অনিবন্ধিত স্পিডবোটের নিবন্ধন দিয়েছে কর্তৃপক্ষ এবং চালকদের পরীক্ষাও নিয়েছে। উত্তীর্ণরা চালকেরাই নৌরুটে স্পিডবোট চালানোর অনুমিত পাচ্ছে।

বাংলাবাজার স্পিডবোট মালিক সমিতির সুপার ভাইজার আনিসুর রহমান রিপন জানান, বাংলাবাজার ঘাটের ৪৮টি স্পিডবোট রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের মধ্যে চলাচলের জন্য ২৯টি বোট অনুমোদন পেয়েছে। 

image


বৃহস্পতিবার বিকেল থেকে সীমিত আকারে চালু হলেও মূলত শুক্রবার থেকেই পুরোপুরি চালু করা হয় বলে জানিয়েছেন স্পিডবোড মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার।

বাংলাবাজার ঘাটের ৫৬ জন স্পিডবোট চালক বোট চালানোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন। 

বাংলাবাজার স্পিডবোট মালিক সমিতি সূত্র জানিয়েছে, গত ১৯ আগষ্ট সদরঘাটের প্রকৌশলী ও জাহাজ জরিপ কার্যালয়ের আয়োজনে শিমুলিয়াতে স্পিডবোট চালকদের পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় ওই দিন একশ' ৩৪ জন চালক উত্তীর্ণ হয়। পরীক্ষায় উত্তীর্ণ চালকদের সনদও দেওয়া হয়েছে। এদের মধ্যে বাংলাবাজার ঘাটের ৫৬ জন চালক সনদ পেয়েছেন।

আরও পড়ুন: বীজ কোম্পানীর প্রতারণায় কপাল পুড়লো দেড়শ চাষির

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাবাজার ঘাটে ২৯ টি বোটকে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। স্পিডবোট চলাচলের ক্ষেত্রে সকল নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে, থাকবে প্রশাসনের নজরদারি।

 

একাত্তর/আরবিএস  

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার দুইদিন পর আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। কাছারি...
জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হলো।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৩ জুন) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত