সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

আবা‌রো অভিযান সেই ভেজাল গু‌ড়ের কারখানায়, চারজ‌নের কারাদণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:০৪ এএম

‘চিনি ও আটা দিয়ে তৈরি ভেজাল গুড়’ শিরোনামে গত ছয় সেপ্টেম্বর একাত্তর অনলাইনে প্রকাশিত সংবাদটি নজরে আসে শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রশাসনের। পরে গত আট সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপাদান জব্দ করা হয়। কিন্তু সপ্তাহ ঘুরতেই দেখা যায় সেই পুরনো চিত্র। আবারও ভেজাল গুড় তৈরিতে ব্যতিব্যস্ত কারখানার শ্রমিকরা।

এরপর আবার ২৩ সেপ্টেম্বর একাত্তর অনলাইনে প্রকাশিত হয় ‘অভিযানের পর আবারও চালু সেই ভেজাল গু‌ড়ের কারখানা’ শি‌রোনা‌মে আরেক‌টি সংবাদ। সেই সংবাদ‌টি নজরে আসে শ্রীবরদী উপজেলা প্রশাসনের। প‌রে রোববার (১০ অক্টোবর) বি‌কে‌লে সেই কারখানায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে কারখানার প‌রিচালক রুকুনুজ্জামান‌কে ১০‌দিন, কারখানার শ্রমিক রুকন আলী‌কে সাতদিন, কালা চাঁন‌কে সাত‌দিন ও শাহ আলম‌কে সাত‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নি‌র্দেশে ও শ্রীবরদী উপ‌জেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের তত্ত্বাবধা‌নে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আতাউর রহমান।

আরও পড়ুন: সিইসিকে আদালত অবমাননার নোটিশ দিলেন জোনায়েদ সাকি

জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি, ময়দা, লালি, রঙ ও বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে কাঁচা স্যাঁতস্যাঁতে মেঝেতে আখের গুড় তৈরি হ‌চ্ছে। তবে আখের গুড় তৈরির মূল উপাদান আখের রসের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ড্রাম ও কন্টেইনারের ভেতরে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া লালি ব্যবহার করা হচ্ছে গুড় তৈরির ক্ষেত্রে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এব্যাপারে শ্রীবরদী উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আতাউর রহমান ব‌লেন, জনস্বা‌র্থে অভিযান অব‌্যাহত থাক‌বে।

প্রসঙ্গত, গত আট সে‌প্টেম্বর ভ্রাম্যমাণ আদাল‌তের ওই অভিযানে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে গেলেও ভেজাল গুড় তৈরির নানা উপকরণ জব্দ ও গুড়গুলো কারখানার পাশের ডোবায় ফেলে ধ্বংস করা হয়। আর ১৫ বস্তা চিনি জব্দ করে স্থানীয় প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।


একাত্তর/টিএ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
এই চারদিন তারা খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াই লবন পানি খেয়ে সাগরে ভাসছিলেন। প্রচণ্ড ঝড়-বৃষ্টি, ঢেউ আর মৃত্যুভয়কে সঙ্গী করে বেঁচে ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। 
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারী ও তিন পুরুষসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা...
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত