পটুয়াখালীর দশমিনায় ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে মারা গেছেন আক্তার খানম (৫০) নামে এক শিক্ষক।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার রাড়ি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার খানম দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্বজনরা জানান, আক্তার খানম তার একমাত্র ছেলে তরিকুলের মোটরসাইকেলে চড়ে দশমিনা উপজেলা সদর থেকে গ্যাসের চুলা কিনে বাড়ি ফিরছিলেন।
সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার রাড়িবাড়ির সামনে পৌঁছলে ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্তার খানমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিদ্যুতের খুঁটি পুততে গিয়ে প্রাণ হারালেন চাচী-ভাতিজা
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, বেলা আড়াইটার দিকে এমন একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এটি একটি দুর্ঘটনা।
একাত্তর/এসজে