নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এছাড়া জব্দ করা হয়েছে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।
সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় পদ্মায় ইলিশ মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেন তারা।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।
আরও পড়ুন: ঘরে ঝুলছে স্বামীর মরদেহ, মেঝেতে রক্তাক্ত স্ত্রী
তিনি আরও বলেন, আটককৃতদের রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের ভ্রমমাণ আদালতে হাজির করা হলে তাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জনকে ১৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রমমাণ আদালত। সেই সাথে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস ও মাছ এলাকার গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
একাত্তর/এসজে