কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে উগ্রবাদী সংগঠনের কমান্ডার মাষ্টার সেলিমসহ আট রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার (১১ অক্টোবর) থাইয়্যংখালীর জামতলী ক্যাম্পে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযানে আটক সন্ত্রাসীদের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরী দা, কাঠের বাটযুক্ত হাসুয়া, লোহার রডের তৈরী শাবল, সিমকার্ড, মোবাইল ফোন ও নোটবুক উদ্ধার করা হয়।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, সোমবার উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়। উক্ত সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে রাতে ক্যাম্পের ব্লক-ডি/১৩ এর উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: বজ্রপাতে মারা গেলেন টংঘরে ঘুমন্ত দুই যুবক
অভিযান চলাকালে পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসী ১৩ নম্বর ক্যাম্পের এনায়েত উল্লাহ, ১৯ নম্বর ক্যাম্পের আব্দুল আমিন, ১৩ নম্বর ক্যাম্পের নুর মোহাম্মদ, ১৪ নম্বর ক্যাম্পের রফিক, ১৫ নম্বর ক্যাম্পের মো: রফিক ও ফিরোজ মিয়া এবং ১৩ নম্বর ক্যাম্পের মো: আরিফ উল্লাহকে আটক করে।
অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ১৫ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের সামনে থেকে সন্ত্রাসী দলের নেতা মো: ছলিমকে আটক করে।
একাত্তর/এসজে