খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের কুড়াদিয়াছড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী দূর্গাবাড়ী পূজামণ্ডপ। মণ্ডপের সিংহের ওপর দেবী দুর্গা আসীন। দশরথী দুর্গার পরনে শাড়ির পরিবর্তে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা।
কুড়াদিয়াছড়া এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, প্রবেশমুখ থেকে মণ্ডপ পর্যন্ত সাজসজ্জার বেশ। জানা যায়, এলাকায় ২০০৩ সাল থেকে কিরণ ত্রিপুরার উদ্যোগে শুরু করা হয় দুর্গাপূজা। তবে বিগত পাঁচ বছর ধরে ত্রিপুরাদের নিজস্ব পোশাকে দেবী দুর্গাকে সাজিয়ে পূজা করে আসছে এলাকাবাসীরা। প্রতিবছর এ ভিন্ন ধরনের প্রতিমা তৈরিতে দর্শনার্থীরাও আসে দূর-দূরান্ত থেকে।
দেবীর ডান পাশে লক্ষ্মী ও গণেশ, বাম পাশে সরস্বতী ও কার্তিক। তাদের পরনেও ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। দূর থেকে দেখেই মনে হয় দেবী স্বয়ং এসে উপস্থিত হয়েছেন সন্তানদের নিয়ে।
এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র ত্রিপুরা বলেন, প্রতিবছরের মতো এবছরও আমরা আমাদের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে মা দুর্গাকে সাজিয়েছি। আর আমাদের মণ্ডপে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সাজের পূজার খবর ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। আমাদের সর্বদা চেষ্টা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে।
আরও পড়ুন: সারাদেশে চলছে মহাসপ্তমী উদযাপন
পূজা উদযাপন কমিটি আরও জানিয়েছে, ভিন্ন সাজের প্রতিমার কারণে পুজার সময় দর্শনার্থী বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য পূজামণ্ডপে জেলা প্রশাসনের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিজেদের স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে। তারাও নিরাপত্তার জন্য প্রশাসনের নিরাপত্তা বাহিনীর সাথে থাকবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করেছি। তারাও সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এ বছর জেলায় তিনটি স্থায়ী প্রতিমা পূজা, একটি ঘট পূজাসহ মোট ৫৫টি মণ্ডপে পূজা হবে বলে জানান তিনি।
পূজার সময় নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, স্বাস্থ্যবিধি মেনে পুলিশ ও আনসারসহ পুলিশের বিশেষ টিম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ইতিমধ্যে পূজা উদযাপন কমিটিদের সাথেও সভা করা হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে।
একাত্তর/এসজে