সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

পাখির ডাক শুনিয়ে পাখি শিকারের মহোৎসব

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৩:০৭ পিএম

বাগেরহাটের বিভিন্ন বিলে চলছে জলের ফাঁদ পেতে পাখি ধরা। এতে পাখির পাশাপাশি হুমকিতে বিলের জীববৈচিত্র্য। এ অবস্থায় পাখি রক্ষায় শিগগির কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি বিশেষজ্ঞদের। 

চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাটের বিশাল এলাকা জুড়ে কোদালিয়া-কালশিরা বিল। জয় খাঁ জলমহল হিসেবে পরিচিত এই বিল বিভিন্ন প্রজাতির পাখির বিচরণক্ষেত্র।

কিন্তু বিষটোপ, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি ধরছে শিকারিরা। আর এতে তারা ব্যবহার করছে কট আর নাইলনের সুতায় তৈরি ফাঁদ।  

এসব ফাঁদ দেখে দূর থেকে মনে হবে বিলজুড়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। সেসব কোনো বৈদ্যুতিক লাইন নয়। পাখি ধরার জন্য শিকারিদের পাতা ফাঁদ।

পাখি ধরার জন্য বিলে বসানো হয়েছে সোলার প্যানেল ও সাউন্ডবক্স। মোবাইলের সাহায্যে সেই বাজানো হয় বিভিন্ন পাখির ডাক। ওই ডাক শুনে ফাঁদের দিকে ছুটে আসে অন্য পাখির ঝাঁক। 

এসব পাখি গোপনে বিক্রি করা হচ্ছে। এলাকার লোকজনের অভিযোগ, শিকারিদের হুমকির মুখে তারা বিলে যেতে পারছেন না।

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র

বিশেষজ্ঞরা বলছেন, বিচরণক্ষেত্র ও আবাসস্থল নিরাপদ করা না গেলে পাখির জীবন ও প্রজনন হুমকির মুখে পড়বে।

তারা জানান, এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে পাখিদের অস্তিত্ব টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সুদূর সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে অতিথি পাখিরা আশ্রয় ও খাদ্যের সন্ধানে প্রতি বছর শীত মৌসুমে এদেশের হাওর, বিল ও বিভিন্ন জলাশয়ে আশ্রয় নেয়। এসব পাখি পরিবেশেরই একটা অংশ, ফলে এদের হত্যা ও শিকার বন্ধ করা দরকার।

জেলা প্রশাসক আজিজুর রহমান জানান, পাখি শিকারে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বিল এলাকায় অভিযান চালানোর কথাও জানান তিনি। 

মোল্লাহাট-চিতলমারী জয় খাঁ জল মহলের আয়তন ৩৭৬ একর। শীতে মৌসুমে প্রায় ২০০ প্রজাতির পাখি আসে এখানে।


একাত্তর/এসজে

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে...
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত