নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপ হকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুবায়ের আহমেদ নামের এক সেলসম্যান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার স্বপন ও ইকবালের মধ্যে ঝগড়া হয়। পরে উভয় পক্ষই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সেলসম্যান স্বপনের দোকানের হকার জুবায়ের গুরুতর আহত হন।
জুবায়েরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লেবাননে বিক্ষোভ মিছিলে গুলিতে নিহত ছয়, আহত ৩০
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শাহজাহান জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ ঘটনার তদন্তসহ বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত জুবায়ের আহমেদ উত্তর মাসদাইর এলাকার আমজাদ হোসেনের ছেলে। সে হকার স্বপনের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতো।