মাগুরা সদরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের স্বজনরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড।
বর্তমানে থমথমে হয়ে আছে পুরো এলাকা, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। মোতায়েন করা হয়ে অতিরিক্ত পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারি।
আগামী ১১ নভেম্বর মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের নির্বাচন। এনিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিলো। এরই জেরে শুক্রবার বিকেলে সহিংসতায় জড়ান মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকরা।
এলাকাবাসী জানান, নজরুলের কর্মীরা সৈয়দ আলির সমর্থকদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান, সবুর ও কবির নামের তিনজন। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে নিলে সেখানে মারা যান ইমরান নামে আরও একজন।
নিহতদের স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা চান দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
ঘটনার পর থেকে থমথমে হয়ে আছে পুরো এলাকা। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক মাস আগে মাগুরা সদর থানায় নজরুল ইসলাম ও সবুর মোল্যাকে ডেকে সালিস বৈঠক করা হয়। সেখানে দু'পক্ষই কোনো সহিংসতায় জড়াবেন না বলে মুচলেকাও দিয়েছিলেন।
একাত্তর/এসএ