টাঙ্গাইলের বাসাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন শরিফুল ইসলাম (২৮) নামে এক প্রবাসী। তিনি জেলার সখীপুর উপজেলার দেউবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের বাবা আলাল মিয়া জানান, গত ৬ মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন শরিফুল। তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানবাড়ী গ্রামে তিনি বিয়ে করেন।
স্থানীয়রা জানায়, বিকেলে বনলতা একপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় আসলে শরিফুল ইসলাম ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
বাসাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
একাত্তর/এসএ