পদ্মায় নাব্য সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। আজও দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক যানবাহন।
সোমবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাকা জুড়ে অন্তত দুইশ' পন্যবাহী ট্রাক ও জিরো পয়েন্ট থেকে কফিল তেল পাম্প পর্যন্ত অন্য সারিতে এক শতাধীক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশে নাব্য সঙ্কট দেখা দিয়েছে। যে কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ড্রেজিং কাজ চলমান রেখেছে। নাব্য সঙ্কটের কারণে ফেরিগুলোর ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুন। যে কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: পীরগঞ্জে ২০ বাড়িঘরে আগুন-লুটপাট
তিনি আরও জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তাছাড়া যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধীকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে।
একাত্তর/আরবিএস