কোটি টাকার বিনিময়ে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দিয়েছে কেন্দ্রীয় সংসদ, এমন অভিযোগে সিলেট ছাত্রলীগে টালমাটাল।
একদিকে নতুন কমিটির পদপ্রাপ্তরা নগরীতে আনন্দ মিছিল করছেন, অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ। পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে উত্তপ্ত সিলেটের রাজপথ।
চার বছর কমিটিবিহীন থাকার পর, মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।
নতুন কমিটিতে নাজমুল ইসলামকে জেলা সভাপতি, রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক এবং কিশোয়ার জাহান সৌরভকে মহানগর ছাত্রলীগের সভাপতি এবং নাইম আহমদকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
এই কমিটি ঘোষণার পর থেকে এর পক্ষে বিপক্ষে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে দুই গ্রুপ।
সংবাদ সম্মেলনে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এক কোটি ত্রিশ লাখ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি দিয়েছে, এমন অভিযোগ করে পদবঞ্চিতরা।
আরও পড়ুন: কুমিল্লায় হামলার তদন্তে আরো দুদিন সময় নিলো কমিটি
এ অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা ছাত্রলীগের নবনিযুক্ত সভাপতি নাজমুল ইসলাম বলছেন, যারা এমন অভিযোগ তুলেছেন তাদেরকে তা প্রমাণ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও বলেন তিনি।
অন্যদিকে, নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে গত তিন দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পদবঞ্চিতরা।
যদিও কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এটি সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ, শিগগিরই এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
২০১৪ সালে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠনের পর ২০১৭ সালে তা বিলুপ্ত করে দেয়া হয়।