রংপুরের পীরগঞ্জ মাঝিপাড়ার সাম্প্রদায়িক হামলার ঘটনায় আটক কিশোর পরিতোষ সরকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আটক ৪১ জনকে পাঠানো হয়েছে জেল হাজতে।
মঙ্গলবার, বেলা ১২টার দিকে রংপুর আদালতে আনা হয় রোববার রাতে পীরগঞ্জ মাঝিপাড়া এলাকায় সাম্প্রদায়িক হামলায় দায়ে আটক ৪১ জনকে। পরে তাদের আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আর, দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরিতোষ সরকারকে আদালতে নিয়ে আসে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে তোলা হয়।
আসামি পরিতোষ সরকার ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সন্ধ্যায় জেলার পীরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক ফজলে এলাহী তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সহিংসতার ঘটনা উসকে দেওয়ার অভিযোগে পরিতোষ সরকারকে জয়পুরহাট থেকে আটক করে রংপুর জেলা পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা পরিকল্পিত: স্পিকার
প্রথমে পরিতোষকে কিশোর দাবি করা হলেও পুলিশ প্রমাণ করেছে পরিতোষের বয়স ১৯ বছর।
এদিকে, রোববার রাতের হামলা ও আগুনের পর মন্দিরে আশ্রয় নেওয়া লোকজন গ্রামে ফিরতে শুরু করেছেন। তাদের বেশিরভাগই এখন বাস করছেন তাবুতে। এরিমধ্যে অনেকেই ভাঙা ঘরবাড়ি মেরামত শুরু করেছেন।
একাত্তর/এসি