রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার একটি নির্মাণাধীন চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে জিয়াউল হক নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। জিয়াউল হক শহরের বড় লক্ষ্মীপুর এলাকার লোকমান প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সজ্জনকান্দা এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের চিলেকোঠার কাজ করছিলেন শ্রমিক জিয়াউল হক। এ সময় তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান।
আরও পড়ুন: কুমিল্লার সেই পূজা মণ্ডপে কোরআন রাখেন ইকবাল হোসেন: পুলিশ
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ. খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একাত্তর/এসজে