টাঙ্গাইলে অজ্ঞাত একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলা সদরের বাসিন্দা হান্নান মোল্লার ছেলে স্বাধীন (২৪) এবং একই উপজেলার মোস্তাক (২৮)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নিহতদের স্বজনরা জানান, স্বাধীন ও তার দুলাভাই মোস্তাক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি শেষে বুধবার তারা মোটরসাইকেলযোগে পাবনা থেকে ঢাকায় ফিরছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। তারা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ