সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

তক্ষক পাচারের সময় নেত্রকোণা থেকে আটক ছয়

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৩:১৪ পিএম

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপ‌জেলার নয়নকা‌ন্দি এলাকা ‌দি‌য়ে পাচারকা‌লে এক‌টি তক্ষকসহ ছয়জন‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি)। এ সময় ১৬ ই‌ঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজ‌নের তক্ষক উদ্ধারের পাশাপাশি পাচারের কাজে ব‌্যবহৃত দু‌টি মোটর সাই‌কে‌ল জব্দ করা হয়।

শ‌নিবার (২৩ অ‌ক্টোবর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানান নেত্রকোণা ব‌্যাটা‌লিয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্ণেল এএসএম জাকা‌রিয়া।

আটককৃতদের ম‌ধ্যে রয়েছেন, ময়মন‌সিংহের ভালুকা উপ‌জেলার ভরাডোবা গ্রা‌মের মাহবুব আল‌মের ছে‌লে দে‌লোয়ার হো‌সেন (৩২), ত্রিশাল উপ‌জেলার কাঁঠাল রাজাবাড়ী গ্রা‌মের মো. আব্দুল জ‌লি‌লের ছে‌লে মো. সো‌হেল (৩৫), নর‌সিংদী পলাশ উপ‌জেলার হাসানহাটা গ্রা‌মের আকবর হো‌সেনের ছে‌লে মো. সুমন (৩৩), একই উপ‌জেলার শিলমা‌ন্দি গ্রা‌মের রিপন মিয়ার ছে‌লের মো. হৃদয় (২১) এবং নেত্রকোণার কলমাকান্দা উপ‌জেলার উড়াখাল গ্রা‌মের শাহজাহান আলীর ছে‌লে মো. ইমরান (২১) ও একই গ্রা‌মের কা‌শে‌মের ছে‌লে মো. দে‌লোয়ার হো‌সেন (২৫)।

image


বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত শুক্রবার ভোরে কলমাকান্দার লেংগুরা বিও‌পির (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) না‌য়েব সু‌বেদার মিজানুর রহমা‌নের নেতৃ‌ত্বে আট সদ‌স্যের টহল দল দা‌য়িত্বপাল‌ন করছিল। গো‌য়েন্দা ত‌থ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৭০ হ‌তে আনুমা‌নিক চারশ' গজ বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে নয়নকা‌ন্দি নামকস্থা‌নে ফাঁদ পে‌তে থাকে বি‌জি‌বির সদস‌্যরা। 

এসময় আটককৃত আসা‌মিদের‌কে দু‌টি মোটরসাই‌কে‌লে ক‌রে গা‌রো পাহা‌ড়ের দি‌কে যে‌তে দে‌খে টহল দল‌টি। তা‌দের পথ‌রোধ কর‌লে তারা পালা‌নোর চেষ্টাকা‌লে ছয়জন‌কে আটক ক‌রে বি‌জি‌বি। 

বি‌জি‌বি জানায়, জব্দকৃত তক্ষকসহ মোটরসাই‌কেল দু‌টি ও আটককৃত‌দের‌কে কলমাকান্দা থানায় আইনি প্রক্রিকায় হস্তান্তর করা হ‌য়েছে।  

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, শনিবার দুপুরে বিজিবি বাদী হয়ে আটককৃত ৬ জনকে বিবাদী করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায়  মামলা দায়ের করেছেন। ওই দিন বিকালেই তাদের নেত্রকোনা জেলা পাঠানো হয়েছে। 


একাত্তর/আরবিএস  

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে...
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত