নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, চৌমুহনীর ইসকন মন্দিরে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা, কলেজ রোডের তিনটি মন্দির ভাঙচুরের মামলা ও ব্যাংক রোডের দুটি মন্দির ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
তিনি আরও বলেন, মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২৬ মামলায় ২০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৯০ জন এজাহারভুক্ত এবং ১১১ জন সন্দেহভাজন আসামি। তাদের মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দ্বিতীয়বার পেছালো
এবিষয়ে বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ বলেন, তারা এখনো অফিসিয়াল কোন আদেশ বা চিঠি পাননি। চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতায় ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরসহ ১১টি মামলায় ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৬৪ ধারায় ছয় জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
একাত্তর/আরএইচ