সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর হামলা, আহত ২০

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৫:৪৪ পিএম

মুন্সীগঞ্জ শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় নৌকা প্রতীকের প্রার্থীর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণ্যখোলা এলাকায় এঘটনা ঘটে। হামলায় আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলি আকবরসহ ২০জন আহত হয়েছে, হামলাকালে এসময় কয়েকটি অটোরিক্সায় ভাংচুর চালানো হয়। গুরুতর অবস্থায় আহত আলী আকবরকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসন্ন তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন শুক্রবার প্রচারণায় নামে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলি আকবর। দুপুরে ব্রাহ্মণ্যখোলা এলাকায় প্রচারণার সময় তাদের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন সহ ২০-৩০ জন। এসময় প্রচারণার কাজে ব্যবহৃত অটো রিকশা ভেঙ্গে ফেলে হামলাকারীরা। হামলায় আহত হয় প্রার্থী আলী আকবর (৫৬), আনারস প্রতীকের সমর্থক ওসমান(৬০),কাজল(৫৭), আলমগীর(৪২), সিফাত(১৯), দেলোয়ার (৩৮), ইমন(৩৫), দিপু(১৮) মাহবুব শেখ(৩৫)সহ ২০জন। পরে আহতদের উদ্ধার করে ১৭জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় । প্রার্থী আলী আকবরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

আরও পড়ুন: নৌকা প্রতীক পেয়েই জামায়াত নেতার ফুল নিলেন মেয়র

হামলার স্বীকার চেয়ারম্যান প্রার্থী আলী আকবর জানান, ব্রাহ্মণখোলা প্রচারনা সময়য় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন সহ ফারুক (৪৫), মনির(৪৫), লিমন(৩০), মফিকুল(৪০) ও ২০/৩০ জন দেশীয় অস্ত্র, হকিস্টিক নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের অনেক মানুষ আহত হয়েছে।

এবিষয়ে জানতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


একাত্তর/এসএ

বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে...
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত