রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১২ হাজার পিসি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ এরশাদ আলম শান্ত (৩৪)।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ সাইফুর রহমান আজাদ বলেছেন, শুক্রবার (১২ মার্চ, ২০২১) বংশাল থানার নাজিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে কোতোয়ালি জোনাল টিম।
গ্রেফতারকৃত এরশাদ উদ্ধারকৃত ইয়াবা কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকা মহানগরীর মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহের উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।