পুলিশ ও তাকবিরের পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ছাত্রলীগ নেতা তাকবিরসহ দুই গ্রুপের অন্তত ৯ জন আহত হন।
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার পৃথক দুটি মামলা করেন তাকবির ইসলামের মা আফরোজা ইসলাম ও আজিজুল হক কলেজ ছাত্রলীগের সদস্য সোহাগ হাসান।
তাকবিরের মা মামলায় সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করেন।
অন্যদিকে ছাত্রলীগ নেতা সোহাগের করা মামলায় তাকবিরকে প্রধান আসামি করে অন্য ১২ জনের নাম ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দুটিতে কোনো আসামি গ্রেফতার হয়নি।