নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলীতে ১৬ মামলার আসামি সন্ত্রাসী হারুন গ্রুপের প্রধান হারুন ওরপে মানিককে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি চাইনিজ চাপাতি ও আটটি ককটেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের বিশেষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হারুর ওরপে মানিক বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের আবুল খায়েরের ছেলে।
র্যাব -১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার সময় র্যাবের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার পলাতক আসামি ও এলাকার হারুন গ্রুপের প্রধান হারুন ওরপে মানিককে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে বারইচতল গ্রামের ছামদ আলী বাড়ী আবদুল মান্নানেরর চৌচালা টিনের ঘরের পাশ্ববর্তী রান্না ঘরে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র, ককটেল/বোমা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টে জায়েদ খান
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা, দুটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানাায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরবিএস