সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

জালিয়াতি করে ঝিনাইদহ পৌরসভার ৮৪ লাখ টাকা হাপিশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৩ পিএম

ঝিনাইদহ পৌরসভার দুই কর্মকর্তার বিরুদ্ধে ৮৪ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। সাবেক মেয়রের চোখ ফাঁকি দিয়ে এই চক্র ব্যাংক থেকে টাকাও তুলে নিয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, প্রশাসনিক কমকর্তা আসাদুজ্জামান চাঁন ও সাবেক সচিব আজমল হোসেন মূলত এই চক্রের সঙ্গে জড়িত।

এদিকে, জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এলাকার মানবাধিকার কর্মীরা জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। 

পৌরসভার নথি অনুযায়ী ২০১১ সালের পহেলা জুন থেকে ২০১৭ সাল পর্যন্ত উন্নয়ন ব্যায়ের জন্যে ৯ লাখ ৭৫ হাজার টাকার চেক সই হয়। 

কিন্তু ব্যাংক নথি বলছে, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামানসহ কয়েকজন সোনালী ব্যাংকের ঝিনাইদহ শাখা থেকে ৮৪ লাখ ৩৩ হাজার টাকা তুলেছেন

নথি অনুযায়ী, আসাদুজ্জামান একাই তুলেছেন ৩১ লাখ ৪৪ হাজার টাকা। এই কাজে তাকে সহায়তা করেন পৌরসভার আরেক কর্মকর্তা আজমল হোসেন। 

তারা মেয়রের চোখ ফাঁকি দিয়ে চেক বইয়ের সামনের কিছু অংশ ফাঁকা রেখে পরবর্তীতে টাকার অংক বসিয়ে নিতেন। 

এভাবে বছরের পর বছর জালিয়াতি চক্রটি ৯ লক্ষ ৭৫ হাজার ৬১৬ টাকার কাজের বিপরীতে ৮৪ লক্ষ ৩৩ হাজার ৬৯৮ টাকা উত্তোলন করেন।

তবে, বিষয়টি জানতে পেরে ২০২১ সালে সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, আসাদুজ্জামানকে বদলি ও ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বরাবর চিঠি দেন।

পরে স্থানীয় সরকারের ঝিনাইদহের উপ-পরিচালক ইয়ারুল ইসলামকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়। তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে।  

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে তদন্ত প্রতিবেদন প্রেরণের সুনির্দিষ্ট তারিখ নেই, তবে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

টাকা লেনদেনের কথা স্বীকারও করেছেন সোনালী ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক। তবে জালিয়াতির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আসাদুজ্জামান। 

অভিযোগের সত্যতা পাওয়ার পর এখনও পৌরসভায় কাজ করে যাচ্ছেন আসাদুজ্জামান। যশোর পৌরসভায় কর্মরত আছেন আরেক অভিযুক্ত আজমল হোসেন। 


একাত্তর/এআর

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব। 
ঝিনাইদহে চরমপন্থি দলের সদস্যদের মধ্যে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত