সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

পিতার মৃত্যুর দশদিন পর তার জন্য মন্দিরে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চার সন্তান। মৃত্যুর সাথে লড়ছেন আরও চারজন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় সকাল আটটার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের আগে এ দুর্ঘটনা ঘটে।

বাবা সুরোজ শীলের মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ যে প্যান্ডেলের নিচে রাখা হয়েছিল, এখনো তা রয়ে গেছে বাড়ির উঠানে। শোক কাটিয়ে না উঠতেই একই প্যান্ডেলের নিচে পরিবারটির চার সন্তানের নিথর দেহ।

ধর্মীয় রীতি অনুযায়ী ভোরে শ্মশানের কাজ শেষ করে মালুমঘাঁট হাসিনা পাড়া রাস্তার পাশে এসে দাঁড়ায় পরিবারের নয়জন। এই সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী পিকআপ ভ্যান দ্রুতবেগে এসে সাতজনকে চাপা দেয়।

এতে নিহত হন চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল। গুরুতর অবস্থায় মালুমঘাঁট ও চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় স্বরণ শীল, রক্তিম শীল, প্লাবণ শীল ও বোন হীরা শীলকে।

আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় একই পরিবারের চার ভাই নিহত হন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। এসময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।

তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্বামীর পর পরিবারের উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে হতবিহবল মা ও স্বজনরা। ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, অদক্ষ চালকের অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের কারণে মহাসড়কে প্রাণ হারাচ্ছে মানুষ।

এর আগে, গত সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস, লবণ বোঝাই ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়।


একাত্তর/টিএ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির দাবি, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের...
মিয়ানমার সীমান্তের ওপারে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে, তারপর কক্সবাজার সদর হাসপাতঅ...
কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক জামায়াত ইসলামীর নেতাসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। 
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত