নওগাঁয় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১০ জন যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পত্নীতলা উপজেলার নওগাঁ-পত্নীতলা সড়কের কাটাবাড়ি মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম জারিফা খাতুন (৬)। সে উপজেলার নতুনহাট এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, নওগাঁ থেকে নজিপুরগামী যাত্রীবাহী বাস কাটাবাড়ি বাজার এলাকায় পৌঁছায়। এ সময় ওই মোড়ে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী শিশু জারিফা মারা যায়। আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাগরে ১৮ ট্রলার ডুবি: আরও দুই জেলের মরদেহ উদ্ধার
দুর্ঘটনা কবলিত বাস রাস্তা থেকে সরানো হয়েছে। এ ঘটনায় থানায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শামসুল আলম।
একাত্তর/এসি