দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনজিলা খাতুন (৫২) নামক এক স্বাস্থ্যকর্মীর নিহত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় ফুলবাড়ী-আফতাগঞ্জ সড়কে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজিলা উপজেলার কুশদহ ইসলামপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী এবং উপজেলার জয়পুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়- নিহত স্বাস্থ্যকর্মী তার স্বামী মো. মাসুদ রানার সাথে মোটরসাইকেলে ফুলবাড়ী হতে আফতাবগঞ্জে আসছিলেন। পথে তেপুকুরিয়া সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছলে পিছন দিক থেকে দ্রুতগতিতে বিনোদন স্পট স্বপ্নপুরীর উদ্দেশ্যে আসা একটি পিকনিকের বাস চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মঞ্জিলা খাতুনসহ তার স্বামী মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের স্বামী এখন তিনি সুস্থ আছেন।
একাত্তর/আরএ