ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোড়ে থ্রি হুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস বেপারী নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাটাজোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়।
আরও পড়ুন: নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললো নিউজিল্যান্ড
এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা।
একাত্তর/আরবিএস