নোয়াখালী জেলার চৌমুহনীতে দুই হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সোয়া ১০ টার দিকে চৌমুহনী জামান প্লাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডাক্তার বাড়ীর শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু (২৪) ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন (৪০)।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম মাদক কারবারিদের ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
একাত্তর/ এনএ