মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার ইছামতি খালের রিকাবীবাজার অংশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে দুপুর পর্যন্ত শতাধিক বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার জানান, এক কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন করা হবে।
দুইশ' বছরের প্রাচীন এই খালটিতে একসময় বড় বড় নৌকা চলতো। নৌকায় করে কমলাঘাট বন্দর ও রিকাবীবাজারের ব্যবসায়ী ও পাইকারদের মালামাল আনা নেওয়া করতো।
আরও পড়ুন: ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার
অতি গুরুত্বপূর্ণ এই খালটি বেদখল হয়ে এবং ময়লা আবর্জনার ভাগাড় হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।
ইউএনও আরও জানান, দুই পাড়ে ত্রিশ ফুট এলাকা জুড়ে যে অবৈধভাবে দখল হয়ে আছে, সে সব উচ্ছেদ করে ইছামতি অবমুক্ত করা হবে। এছাড়া এর পাশের সরকারী খাস জায়গা দখল করে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেসব স্থাপনাও ভেঙে দিয়ে দখল মুক্ত করা হবে।
একাত্তর/এসজে