বগুড়ায় একাত্তর টেলিভিশনের নামে চাঁদাবাজি করতে আসা এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তীর দত্তবাড়ি এলাকার অফিস থেকে বাঁধন নামের ওই যুবককে আটক করে জনপ্রতিনিধি ও তার লোকজন।
পরে একাত্তর টেলিভিশনের বগুড়া প্রতিনিধি তাকে পুলিশের হাতে তুলে দেন এবং বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।
ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জানান, আজ সকালে মুঠোফোনে যোগাযোগ করে ওই ব্যক্তি তার অফিসে এসে ‘মানবাধিকার শান্তি পদক ২০২২’ পেয়েছেন বলে জানান। পরে তিনি নগদ টাকা দাবি করলে তার আচরণে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর সত্যতা যাচাইয়ের জন্য খবর দেওয়া হয় একাত্তর টেলিভিশনের বগুড়া প্রতিনিধিকে।
আরও পড়ুন: সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে
পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতের কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
একাত্তর/আরএ