সবার টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাভার ও কেরোণীগঞ্জের শ্রমিক প্রধান এলাকায় সব ধরণের টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ওই উপজেলার প্রশাসনের কর্মকর্তারা।
আর শ্রমিকরা জানিয়েছেন কারখানা থেকে সময়মত ছুটি না পাওয়ায় তারা সময় মত টিকা নিতে পারেননি। এছাড়া নিবন্ধনের জন্যে দরকারি কাগজ যোগাড় করতেও তাদের দেরি হয়েছে।
এখনও প্রতিদিন সাভারে বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় করছে টিকা প্রত্যাশীদের। যাদের বেশিরভাগই বিভিন্ন পোশাক কারখানার কাজ করেন।
শ্রমিকেরা জানান, কারখানা থেকে টিকার জন্যে ছুটি না পাওয়ায় তারা টিকা দিতে পারেননি। তাছাড়া অনেকের নিবন্ধনের কাগজ ছিল না।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে ১৫ লাখ টিকা দেয়া হয়েছে৷ প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে পাঁচ লাখ শ্রমিক পেয়েছে টিকা। সেখানে নিবন্ধন ছাড়াই ৫ মার্চ পর্যন্ত চলবে টিকা দেয়া।
গণটিকা কার্যক্রম বন্ধ হলেও শ্রমিক প্রধান কেরানীগঞ্জের টিকা কেন্দ্রগুলোতে ভিড় কমেনি। আগ্রহীদের বেশিরভাগই পোশাক শ্রমিক। ভিড়ে করছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও
স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর কাছাকাছি হওয়ায় কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর থেকেও বহু মানুষ ভিড় করছেন কেরাণীগঞ্জে।