সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮:০৩ পিএম

শেরপুরে দাবি করা যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মো. আখতারুজ্জামান এ রায় দেন। এসময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম আনিছুর রহমান। তিনি জেলার নালিতাবাড়ী পৌর শহরের ছফর উদ্দিনের ছেলে।

মামলায় জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেন কারালুর মেয়ে তাসলিমা খাতুনের (২০) বিয়ে হয় একই উপজেলার চরপাড়া গ্রামের আনিছুর রহমানের সঙ্গে। প্রায় তিন মাস পর ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে তাসলিমার ওপর নির্যাতন শুরু করে আনিছুর। এক পর্যায়ে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালান তিনি।  

পরদিন ১৪ ফেব্রুয়ারি তাসলিমার বাবা বাদি হয়ে আনিছুরকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

১৫ ফেব্রুয়ারি আনিছুরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম একই বছরের দুই এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

আরও পড়ুন: খোলা বাজার থেকে বোতলে উঠবে পাম-সয়াবিন

পরে জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ব‌লেন, এ রা‌য়ে আমরা খু‌শি। এখন দ্রুত ফাঁসি কার্যকর করার দা‌বি জানাই।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...
শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত