নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে টাকা পাওয়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মো.রাশেদ (১৯)। তিনি উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাক্কুর ছেলে এবং সেই পেশায় একজন জেলে।
গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. রাশেদ অভিযুক্ত ব্যক্তির খালাতো শালা। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তাজুল ইসলাম পালিয়ে আছেন। তাজুল ইসলাম একই এলাকার এনামুল হকের ছেলে।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে চরজব্বার থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরপর শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
পুলিশ বলছে, পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/ এনএ