চাঁদপুরের মতলবে ট্রাক্টরের চাপায় মারা গেছেন এক শিক্ষার্থী। আহত হয়েছেন আরও একজন। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাইকেলে বাজারে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে ওই একই ট্রাক্টর জান্নাতি নামে এক স্কুল ছাত্রীকেও আঘাত করে। ঘটনার পর থেকে ট্রাক্ট্রর চালক পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, চালককে ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও আশ্বস্ত করেছে পুলিশ।
একাত্তর/ এনএ