সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

বাবার কাছে নেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৪২ এএম

নেত্রকোনার দুর্গাপুরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রোববার (৬ মার্চ) রাতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিশুটির পরিবার। 

এর আগে বিকেলের দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় কুমড়া ক্ষেতে নিয়ে শিশুটিকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা। 

ভুক্তভোগী ওই শিশু পৌর শহরের বুরুঙ্গার স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী। গত তিন মাস ধরে নিয়মিত মাদ্রাসায় যাতায়াত করছিলো সে। 

এদিকে অভিযুক্ত ধর্ষক পৌর শহরের মার্কাজ এলাকার বাসিন্দা শামছুল মিয়া বলে প্রাথমিকভাবে জানিয়েছে শিশুটি ।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি মাদ্রাসা থেকে ফিরে মাঠেই সহপাঠীদের সাথে খেলাধুলার এক এক পর্যায়ে বাবার কথা শিশুটিকে ডেকে নিয়ে যান শামছুল মিয়া। 

আরও পড়ুন: থানায় নারীকে নির্যাতনকারী সেই নারী পুলিশ প্রত্যাহার

এরপর তিনি কুমড়া বাগানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। 

এদিকে বিকেল পার হয়ে সন্ধ্যা হলেও মেয়ে বাড়ি না ফেরায় মেয়েকে খুঁজতে বের হন মা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কুমড়া ক্ষেতের পাশ থেকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। 

পরে শিশুটির কাছে কি হয়েছে জানতে চাইলে ধর্ষণের কথা বলেই কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শ্রীকান্ত কর্মকার জানান, ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, শিশু ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি পুলিশের নজরে এসেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/এসজে

নেত্রকোনার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে শুক্রবার সকালে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও সদরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ১৫টি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। ঢলের পানিতে তলিয়ে...
নেত্রকোনায় মাছে খামারের আড়ালে একটি জঙ্গি আস্তানায় ২৯ ঘণ্টার অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ৮০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে চার জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ে করা হয়েছে। 
জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি মাছের খামারে পুলিশের অভিযান চলছে। 
রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফায় যেহেতু অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট নয়, তাই নির্বাচন আয়োজনের এক দফা বাস্তবায়নে বিএনপিকে হাটতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত