কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জের বেগমাবাদ এলাকায় সুগন্ধা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দেবিদ্বার পৌর ছাত্রলীগ নেতা মো: রবিউলসহ দুইজন নিহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনা স্থল থেকে পুলিশ বাসটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এসড়ক দুর্ঘটনা ঘটে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম জানান, দুপুর ১টায় সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাস মটরসাইকেটিকে ধাক্কা দেয়। এসময় আরোহীরা ছিটকে পড়েন। মোটরসাইকেলে করে ক্যান্টনমেন্টের দোকানে দিকে যাচ্ছিলেন বাসের চাপায় নিহত মো: রবিউল (২০)। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত দিদার হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় । পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যান মো: দিদার হোসেন (৫৫)।
নিহত মো:রবিউল দেবিদ্বার পৌর ছাত্রলীগ নেতা। পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। অপর নিহত দিদার হোসেনের বাড়ি নবীনগর। কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটের হক সুইটসের ম্যানেজার দিদার হোসেন। তিনি ক্যান্টমেন্ট ময়নামতির করিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম আরো বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত মটরসাইকেল ও ঘাতক বাসটি উদ্ধার করেছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
একাত্তর/এসএ