গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে যুবক।
ভুক্তভোগী কলেজ ছাত্রী বরমী ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত মামুন মিয়া (২২) উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আসগর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ মার্চ) কলেজ শেষে বাড়ি ফেরার পথে বালুমহাল এলাকায় ওই ছাত্রীকে একা পেয়ে ছুরি দিয়ে বুকে উপর্যুপরি আঘাত করে মামুন।
এতে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: ওএমএসের চাল কিনতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
ভুক্তভোগীর চাচাতো ভাই জানান, দু’বছর আগে তার পরিবারের কাছে মামুনের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু মেয়েকে এখন বিয়ে দেবেন না বলে জানিয়ে দেন বাবা। এরপর থেকে নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করছে মামুন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, এ বিষয়টি তিনি শুনেছেন। লিখত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে