চট্টগ্রামের রাউজানে বালুবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।
নিহতরা হলেন অটোরিকশা চালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, রাতে নয়াহাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।